Skip to main content

Posts

Breaking News

আইপিএল নিলাম ২০১৯-এ বড় চমক,

আইপিএল নিলাম ২০১৯-এ বড় চমক, মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, জয়দেব উনাদকাটের দর উঠল ৮.৪ কোটি টাকা, ব্রেথওয়েটকে ৫ কোটি টাকায় নিল কেকেআর, হেটমায়ারকে ৪.২ কোটি টাকায় আরসিবি, ক্রেতা নেই যুবরাজের - - - - - - - - - Advertisement - - - - - - - - - জয়পুর: এবারের আইপিএল নিলামের এযাবত সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে এটি। বেস প্রাইসের ৪০ গুণেরও বেশি দামে এমন একজন ক্রিকেটারকে কিনে নিল কিংস ইলেভেন পঞ্জাব যাঁর নাম বলতে গেলে শোনাই যায়নি আগে। ২০ লক্ষ টাকা বেস প্রাইসের সেই ক্রিকেটারের নাম বরুণ চক্রবর্তী। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তাঁকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব। তারা ইংল্যান্ডের অল রাউন্ডার স্যাম কুরানকে কিনল ৭.২ কোটি টাকায়। বলা হচ্ছে, তামিলনাড়ুর ২৭ বছর বয়সি বরুণ চক্রবর্তী নাকি মিস্ট্রি স্পিনার। ফ্রিল্যান্স আর্কিটেক্টের পেশাকে বিদায় জানিয়ে ক্রিকেটের মাঠে নেমে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সাড়া ফেলে দিয়েছেন তিনি। তাঁর স্পিনের জাদুর জোরেই এবার মাদুরাই প্যান্থার্স প্রথম তামিলনাড়ু প্রিমিয়ার লি...
Recent posts

ফিক্সড ডিপোজিট না রেকারিং ডিপোজিট : কোথায় টাকা রাখলে আপনার ভাগ্য খুলে যাবে

kailash.com   ভারতে ছিন্তামুক্ত বিনিয়োগের অন্যতম পথ ফিক্সড ডিপোজিটের মতোই রেকারিং ডিপোজিট ৷ ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটের অনেক কিছুতেই অনেকটাই মিল রয়েছে ৷ এই দুটির সবচেয়ে বেশি মিল দুটি থেকেই নিশ্চিত গ্যারান্টি রিটার্ন আসে৷ পাশাপাশি দুটিতেই করের পরিমাণও অর্থাৎ ট্যাক্স একইরকম ৷ প্রতিটা বড় ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান এই দুই খাতে বিনিয়োগের সুযোগ ও সুবিধা দিয়ে থাকেন ফিক্সড ডিপোজিট বনাম রেকারিং ডিপোজিট  :  প্রাথমিকভাবে দুটির মধ্যে অনেক মিল থাকলেও বেশ কিছু দিক থেকে অমিলও রয়েছে ৷ আসলে ফিক্সড ডিপোজিটের একসঙ্গে বড় টাকা বিনিয়োগ করতে হয় ৷ আর অন্য দিকে রেকারিংয়ে অল্প অল্প টাকা করে জমা দেওয়া যায় ৷ তাহলে আপনার কাছে যদি একসঙ্গে অনেকটা বেশি টাকা থাকে তাহলে আপনি চোখ কান বুজে ফিক্সড ডিপোজিট করতে পারেন ৷ কারণ ফিক্সড ডিপোজিট আপনাকে লম্বা সময়ে বেশি রিটার্ন দেবে ৷আর যদি কম টাকা থাকে তাহলেও জমান, কারণ জমানো খুব ভালো একটা অভ্যাস ৷ রেকারিং -সঞ্চয়ে আপনি যখন যেরকম পাবেন তখন সেরকম টাকা জমা রাখতে পারবেন ৷ দুটোই খুব দারুন প্ল্যান , এফডি ও আরডি মধ্যে মিল কোথায়  ...

২০১৯ এই রাজ্যে ভোট কবে? জেনে নিন ক্লিক করে

ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিল মুখ‍্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সম্ভাব্য জানিয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ৫ দফায়: ১ম দফা হবে ১৭ই এপ্রিল, ২০১৯, ২য় দফা হবে ২৪শে এপ্রিল, ২০১৯, ৩য় দফা হবে ৩০শে এপ্রিল, ২০১৯, ৪থ দফা হবে ৭ই মে, ২০১৯ এবং ৫ম দফা হবে ১২ই মে, ২০১৯। জানা গিয়েছে, ১ম দফায় নির্বাচন হবে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। ২য় দফায় নির্বাচন হবে বালুরঘাট, মালদা (উত্তর), মালদা (দক্ষিণ), জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। ৩য় দফায় নির্বাচন হবে বীরভূম, বোলপুর, বর্ধমান (পূর্ব), বর্ধমান দুর্গাপুর, হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, উলবেড়িয়া ও হাওড়ায়। ৪থ দফায় নির্বাচন হবে আসানসোল, পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুর। এবং ৫ম দফায় নির্বাচন হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব‍্যারাকপুর, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, কলকাতা (উত্তর), কলকাতা (দক্ষিণ), তমলুক, কাঁথি ও ঘাটালে। এছাড়াও রাজ্যের বেশ কয়েকটি বিধানসভায় উপ নির্বাচনের নির্ঘন্টও জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশন। সেগুলি হল: ১৭ই_এপ্রিল_২০১৯ - কুমারগ্রাম ও ময়নাগুড়ি। ৩০শে_এপ্রিল...
২৯ ডিসেম্বর থেকেই বদল হচ্ছে টিভির পরিষেবা TRAIএর নতুন নিয়ম অনুযায়ী আপনাকে টিভি দেখতে গেলে প্রতি মাসে ১৩০ টাকা রিচার্জ করতে হবে। সমস্ত কোম্পানির টিভির লাইন প্রদান কারির এক মূল্য ধার্য থাকবে। ১৩০ টাকার বিনিময়ে আপনি ১০০টি চ্যানেল দেখার সুযোগ পাবেন। যেগুলো ফ্রি চ্যানেল ক্যাটাগরির আওতায় সেগুলো দেখতে পাবেন  পছন্দ মত দেখতে হলে গুনতে হবে বাড়তি টাকা ।চলুন তাহলে দেখে নেওয়া যাক ফ্রি চ্যানেলের লিস্ট Telecom Regulatory Authority of India ( TRAI ) List of Free to Air Channels which is part of 130/- month basic Pack. Contains FTA Channels: Hindi GENERAL ENTERTAINMENT : Mubu TV, DD National, DD National HD, DD Bharati, DD India HINDI MOVIES : B4U Movies, Cinema TV, Movie House, Maha Movie, WoW CINEMA, Enterr 10, Sky Star Movies, Surya Cinema, BFlix Movies, Multiplex, Housefull Movies, Sahara FILMY, Firangi, Vaa Movies HINDI NEWS: ABP News, News 24, News World India, JK 24*7 News, Samay TV, DD News, DD News HD, India News, Sudarshan News, OK India, India News...

পোশাক খুলে নাচতে বলেছিলেন ডিরেক্টর, ফের তনুশ্রীর বোমা

  দীর্ঘদিন বড়পর্দায় নেই অভিনেত্রী তনুশ্রী দত্ত। ফলে হেডলাইনেও ছিলেন না। ফিরেছেন বিস্ফোরক অভিযোগ নিয়ে। নানা পাটেকের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ এনেছেন দিন দু’য়েক আগেই। এ বার মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে। ২০০৫-এ মুক্তি পেয়েছিল বিবেক পরিচালিত ছবি ‘চকোলেট’। অভিযোগ, তার সেটেই নাকি তনুশ্রীর সঙ্গে অভব্যতা করেছিলেন তিনি। পোশাক খুলে নাকি তনুশ্রীকে নাচের নির্দেশ দিয়েছিলেন বিবেক। তবে তনুশ্রীর সহ অভিনেতা ইরফান খান এবং সুনীল শেট্টি নাকি ওই ঘটনার প্রতিবাদ করে নায়িকার পাশে দাঁড়িয়েছিলেন। তনুশ্রী সম্প্রতি সাংবাদিকদেরবলেন, ‘‘চকোলেটের সেটে সে দিন আমার শট ছিল না। আমি অন্য এক অভিনেতাকে কিউ দিচ্ছিলাম। ওই অভিনেতা আমার দিকে তাকিয়ে এক্সপ্রেশন দেবেন, সেই কিউ দেওয়ার কাজ ছিল আমার। তখন পরিচালক আমাকে পোশাক খুলে নাচতে বলেছিলেন। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’’ আরও পড়ুন,   ‘অন্তরঙ্গ হতে চেয়েছিলেন নানা পাটেকর’, এক দশক আগের বোমা ফাটালেন তনুশ্রী সে সময় তনুশ্রীর সাহায্যে এগিয়ে গিয়েছিলেন ইরফান খান। সে দিন ইরফানেরই শট চলছিল বলে জানিয়েছেন তনুশ্রী। তাঁর কথায়, ‘‘ইরফান বলেছিল আমার এক্সপ...