আইপিএল নিলাম ২০১৯-এ বড় চমক, মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, জয়দেব উনাদকাটের দর উঠল ৮.৪ কোটি টাকা, ব্রেথওয়েটকে ৫ কোটি টাকায় নিল কেকেআর, হেটমায়ারকে ৪.২ কোটি টাকায় আরসিবি, ক্রেতা নেই যুবরাজের - - - - - - - - - Advertisement - - - - - - - - - জয়পুর: এবারের আইপিএল নিলামের এযাবত সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে এটি। বেস প্রাইসের ৪০ গুণেরও বেশি দামে এমন একজন ক্রিকেটারকে কিনে নিল কিংস ইলেভেন পঞ্জাব যাঁর নাম বলতে গেলে শোনাই যায়নি আগে। ২০ লক্ষ টাকা বেস প্রাইসের সেই ক্রিকেটারের নাম বরুণ চক্রবর্তী। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তাঁকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব। তারা ইংল্যান্ডের অল রাউন্ডার স্যাম কুরানকে কিনল ৭.২ কোটি টাকায়। বলা হচ্ছে, তামিলনাড়ুর ২৭ বছর বয়সি বরুণ চক্রবর্তী নাকি মিস্ট্রি স্পিনার। ফ্রিল্যান্স আর্কিটেক্টের পেশাকে বিদায় জানিয়ে ক্রিকেটের মাঠে নেমে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সাড়া ফেলে দিয়েছেন তিনি। তাঁর স্পিনের জাদুর জোরেই এবার মাদুরাই প্যান্থার্স প্রথম তামিলনাড়ু প্রিমিয়ার লি...
kailash.com ভারতে ছিন্তামুক্ত বিনিয়োগের অন্যতম পথ ফিক্সড ডিপোজিটের মতোই রেকারিং ডিপোজিট ৷ ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটের অনেক কিছুতেই অনেকটাই মিল রয়েছে ৷ এই দুটির সবচেয়ে বেশি মিল দুটি থেকেই নিশ্চিত গ্যারান্টি রিটার্ন আসে৷ পাশাপাশি দুটিতেই করের পরিমাণও অর্থাৎ ট্যাক্স একইরকম ৷ প্রতিটা বড় ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান এই দুই খাতে বিনিয়োগের সুযোগ ও সুবিধা দিয়ে থাকেন ফিক্সড ডিপোজিট বনাম রেকারিং ডিপোজিট : প্রাথমিকভাবে দুটির মধ্যে অনেক মিল থাকলেও বেশ কিছু দিক থেকে অমিলও রয়েছে ৷ আসলে ফিক্সড ডিপোজিটের একসঙ্গে বড় টাকা বিনিয়োগ করতে হয় ৷ আর অন্য দিকে রেকারিংয়ে অল্প অল্প টাকা করে জমা দেওয়া যায় ৷ তাহলে আপনার কাছে যদি একসঙ্গে অনেকটা বেশি টাকা থাকে তাহলে আপনি চোখ কান বুজে ফিক্সড ডিপোজিট করতে পারেন ৷ কারণ ফিক্সড ডিপোজিট আপনাকে লম্বা সময়ে বেশি রিটার্ন দেবে ৷আর যদি কম টাকা থাকে তাহলেও জমান, কারণ জমানো খুব ভালো একটা অভ্যাস ৷ রেকারিং -সঞ্চয়ে আপনি যখন যেরকম পাবেন তখন সেরকম টাকা জমা রাখতে পারবেন ৷ দুটোই খুব দারুন প্ল্যান , এফডি ও আরডি মধ্যে মিল কোথায় ...