ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিল মুখ্য নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সম্ভাব্য জানিয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে ৫ দফায়:
১ম দফা হবে ১৭ই এপ্রিল, ২০১৯, ২য় দফা হবে ২৪শে এপ্রিল, ২০১৯, ৩য় দফা হবে ৩০শে এপ্রিল, ২০১৯, ৪থ দফা হবে ৭ই মে, ২০১৯ এবং ৫ম দফা হবে ১২ই মে, ২০১৯।
জানা গিয়েছে, ১ম দফায় নির্বাচন হবে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে।
২য় দফায় নির্বাচন হবে বালুরঘাট, মালদা (উত্তর), মালদা (দক্ষিণ), জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। ৩য় দফায় নির্বাচন হবে বীরভূম, বোলপুর, বর্ধমান (পূর্ব), বর্ধমান দুর্গাপুর, হুগলি, আরামবাগ, শ্রীরামপুর, উলবেড়িয়া ও হাওড়ায়। ৪থ দফায় নির্বাচন হবে আসানসোল, পুরুলিয়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও মেদিনীপুর। এবং ৫ম দফায় নির্বাচন হবে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, কলকাতা (উত্তর), কলকাতা (দক্ষিণ), তমলুক, কাঁথি ও ঘাটালে।
এছাড়াও রাজ্যের বেশ কয়েকটি বিধানসভায় উপ নির্বাচনের নির্ঘন্টও জানিয়ে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশন। সেগুলি হল:
১৭ই_এপ্রিল_২০১৯ - কুমারগ্রাম ও ময়নাগুড়ি।
৩০শে_এপ্রিল_২০১৯ - গলসি
৭ই_মে_২০১৯ - কোতলপুর।
১২ই_মে_২০১৯ - শান্তিপুর ও চাকদা।
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment