ভারতে ছিন্তামুক্ত বিনিয়োগের অন্যতম পথ ফিক্সড ডিপোজিটের মতোই রেকারিং ডিপোজিট ৷ ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিটের অনেক কিছুতেই অনেকটাই মিল রয়েছে ৷ এই দুটির সবচেয়ে
বেশি মিল দুটি থেকেই নিশ্চিত গ্যারান্টি রিটার্ন আসে৷ পাশাপাশি দুটিতেই করের পরিমাণও অর্থাৎ ট্যাক্স একইরকম ৷ প্রতিটা বড় ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান এই দুই খাতে বিনিয়োগের সুযোগ ও সুবিধা দিয়ে থাকেন
ফিক্সড ডিপোজিট বনাম রেকারিং ডিপোজিট : প্রাথমিকভাবে দুটির মধ্যে অনেক মিল থাকলেও বেশ কিছু দিক থেকে অমিলও রয়েছে ৷ আসলে ফিক্সড ডিপোজিটের একসঙ্গে বড় টাকা বিনিয়োগ করতে হয় ৷ আর অন্য দিকে রেকারিংয়ে অল্প অল্প টাকা করে জমা দেওয়া যায় ৷ তাহলে আপনার কাছে যদি একসঙ্গে অনেকটা বেশি টাকা থাকে তাহলে আপনি চোখ কান বুজে ফিক্সড ডিপোজিট করতে পারেন ৷ কারণ ফিক্সড ডিপোজিট আপনাকে লম্বা সময়ে বেশি রিটার্ন দেবে ৷আর যদি কম টাকা থাকে তাহলেও জমান, কারণ জমানো খুব ভালো একটা অভ্যাস ৷ রেকারিং -সঞ্চয়ে আপনি যখন যেরকম পাবেন তখন সেরকম টাকা জমা রাখতে পারবেন ৷ দুটোই খুব দারুন প্ল্যান ,
এফডি ও আরডি মধ্যে মিল কোথায় ;- এই দুটি বিনিয়োগেই ব্যাঙ্ক গ্যারান্টি থাকে ৷ গ্যারান্টি থাকে মূল রাশির ওপর একইভাবে সুদের ওপর ৷ ফলে এই দুই বিনিয়োগেই রিস্ক ফ্যাক্টর প্রায় শূন্য ৷ অন্যদিকে এই দুটি ক্ষেত্রেই সুদের হারও প্রায় একই থাকে ৷ তবে যদি দীর্ঘ সময়ের জন্য জমা রাখেন তাহলে লাভের অঙ্ক ভালোই বাড়তে পারে ৷
বেশি মিল দুটি থেকেই নিশ্চিত গ্যারান্টি রিটার্ন আসে৷ পাশাপাশি দুটিতেই করের পরিমাণও অর্থাৎ ট্যাক্স একইরকম ৷ প্রতিটা বড় ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান এই দুই খাতে বিনিয়োগের সুযোগ ও সুবিধা দিয়ে থাকেন
ফিক্সড ডিপোজিট বনাম রেকারিং ডিপোজিট : প্রাথমিকভাবে দুটির মধ্যে অনেক মিল থাকলেও বেশ কিছু দিক থেকে অমিলও রয়েছে ৷ আসলে ফিক্সড ডিপোজিটের একসঙ্গে বড় টাকা বিনিয়োগ করতে হয় ৷ আর অন্য দিকে রেকারিংয়ে অল্প অল্প টাকা করে জমা দেওয়া যায় ৷ তাহলে আপনার কাছে যদি একসঙ্গে অনেকটা বেশি টাকা থাকে তাহলে আপনি চোখ কান বুজে ফিক্সড ডিপোজিট করতে পারেন ৷ কারণ ফিক্সড ডিপোজিট আপনাকে লম্বা সময়ে বেশি রিটার্ন দেবে ৷আর যদি কম টাকা থাকে তাহলেও জমান, কারণ জমানো খুব ভালো একটা অভ্যাস ৷ রেকারিং -সঞ্চয়ে আপনি যখন যেরকম পাবেন তখন সেরকম টাকা জমা রাখতে পারবেন ৷ দুটোই খুব দারুন প্ল্যান ,
এফডি ও আরডি মধ্যে মিল কোথায় ;- এই দুটি বিনিয়োগেই ব্যাঙ্ক গ্যারান্টি থাকে ৷ গ্যারান্টি থাকে মূল রাশির ওপর একইভাবে সুদের ওপর ৷ ফলে এই দুই বিনিয়োগেই রিস্ক ফ্যাক্টর প্রায় শূন্য ৷ অন্যদিকে এই দুটি ক্ষেত্রেই সুদের হারও প্রায় একই থাকে ৷ তবে যদি দীর্ঘ সময়ের জন্য জমা রাখেন তাহলে লাভের অঙ্ক ভালোই বাড়তে পারে ৷
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment