আইপিএল নিলাম ২০১৯-এ বড় চমক, মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, জয়দেব উনাদকাটের দর উঠল ৮.৪ কোটি টাকা, ব্রেথওয়েটকে ৫ কোটি টাকায় নিল কেকেআর, হেটমায়ারকে ৪.২ কোটি টাকায় আরসিবি, ক্রেতা নেই যুবরাজের - - - - - - - - - Advertisement - - - - - - - - - জয়পুর: এবারের আইপিএল নিলামের এযাবত সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে এটি। বেস প্রাইসের ৪০ গুণেরও বেশি দামে এমন একজন ক্রিকেটারকে কিনে নিল কিংস ইলেভেন পঞ্জাব যাঁর নাম বলতে গেলে শোনাই যায়নি আগে। ২০ লক্ষ টাকা বেস প্রাইসের সেই ক্রিকেটারের নাম বরুণ চক্রবর্তী। দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর তাঁকে ৮ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব। তারা ইংল্যান্ডের অল রাউন্ডার স্যাম কুরানকে কিনল ৭.২ কোটি টাকায়। বলা হচ্ছে, তামিলনাড়ুর ২৭ বছর বয়সি বরুণ চক্রবর্তী নাকি মিস্ট্রি স্পিনার। ফ্রিল্যান্স আর্কিটেক্টের পেশাকে বিদায় জানিয়ে ক্রিকেটের মাঠে নেমে তামিলনাড়ু প্রিমিয়ার লিগে সাড়া ফেলে দিয়েছেন তিনি। তাঁর স্পিনের জাদুর জোরেই এবার মাদুরাই প্যান্থার্স প্রথম তামিলনাড়ু প্রিমিয়ার লি...