Skip to main content

Posts

Showing posts from April, 2018

কম্পিউটার কিনে চলত নোট ছাপানো

নিজস্ব সংবাদদাতা ২৯ এপ্রিল, ২০১৮, ০১:২৫:০০ শেষ আপডেট: ২৯ এপ্রিল, ২০১৮, ০১:৫৫:০৪   অর্ঘ্য সাহা ও কৃষ্ণ পোড়ে হাত পাকানো শুরু হয়েছিল পঞ্চাশ টাকা দিয়ে। তাতে ধরা না পড়ায় সাহস বাড়ে। তার পরেই শুরু করেছিল ২০০ টাকার নোট ছাপানো। সবটাই নকল! দু’দিন আগে নকল নোট-কাণ্ডে এলাকার দুই যুবককে গ্রেফতারের পরে এমনটাই জেনেছেন তদন্তকারীরা। এমনকী, ধৃতদের জেরা করে শনিবার সকালে হদিস মিলেছে নকল নোট ছাপানোর কারখানার। যা ওই যুবকদের এক জনের বাড়িতেই গত এক মাস ধরে রমরমিয়ে চলছিল। এ দিন সেখানে হানা দিয়ে কম্পিউটারের হার্ডডিক্স-সহ স্ক্যানার-প্রিন্টার, চারটি অর্ধসমাপ্ত ২০০ টাকার নোট ও নোট ছাপার কাগজ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ২৬টি ২০০ টাকার নকল নোট নিয়ে ডানলপ মোড়ে একটি দোকানে ঠান্ডা পানীয় কিনতে ঢুকে ধরা পড়ে অর্ঘ্য সাহা নামে এক যুবক। তাকে জেরা করে ওই দিনই ধরা হয় কৃষ্ণ পোঁড়েকে। দু’জনই জেরায় বারবার দাবি করেছিল, নকল নোটগুলি তাদের এক ব্যক্তি দিয়েছেন। কিন্তু সন্দেহ হওয়ায় দফায় দফায় জেরা করে পুলিশ জানতে পারে, বরাহনগরের শরৎচন্দ্র ধর রোডে কৃষ্ণর ...

জানালা দিয়ে ঝাঁপ মেরে হাসপাতাল চত্বর থেকে পালিয়ে গেল এক চিকিৎসারত বিষপানের রোগী

গঙ্গারামপুর:  শনিবার ভোর তিনটের সময় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের দ্বিতলের জানালা দিয়ে ঝাঁপ মেরে হাসপাতাল চত্বর থেকে পালিয়ে গেল এক চিকিৎসারত বিষপানের রোগী। রোগী পালানোর ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষ সহ নিরাপত্তারক্ষীদের একাধিকবার জানিয়েও কোন হেলদোল মেলেনি বলে রোগীর পরিবারের দাবি। অবশেষে হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরের এক গ্রাম থেকে গ্রামবাসীদের তৎপরতায় অসুস্থ রোগীর সন্ধান পেয়ে রোগীকে উদ্ধার করে তার পরিবার। তার পর অসুস্থ রোগীকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়. এই ঘটনার জেরে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম অবহেলা ও অব্যবস্থার অভিযোগ তুললেন রোগীর পরিবার। রোগীর পরিবার সূত্রের খবর দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার তলা কাদমা এলাকার বাসিন্দা নিরঞ্জন ওরাও পারিবারিক বিবাদের জেরে গত বৃহস্পতিবার সন্ধে ছ’টা নাগাদ বিষপান করেন। তার পরেই তার পরিবারের লোকজন বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন এবং সেখানেই তিনি চিকিৎসারত ছিলেন। চিকিৎসা চলাকালীন অবস্থায় শনিবার ভোর তিনটে নাগাদ গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দ্বিতলের জানালা দিয়ে নিচে ...

সরকারি হাসপাতালে জটিল অস্ত্রোপচারে নতুন জীবন ফিরে পেলেন আদিবাসী দিনমজুর।

দক্ষিণ বালুরঘাট:  ভোজালীর কোপে আশংকাজনক ও জ্ঞানহীন অবস্থায় বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন দিনমুজুর বান্দু ওঁরাও। ৬৫বছর বয়সী এই বৃদ্ধর পরিবারের অর্থনৈতিক অবস্থা এতটাই শোচনীয় যে বাইরে ভালো কোনো নার্সিংহোমে নিয়ে যাওয়া তো দূরের কথা, অস্ত্রোপচারের সেলাইয়ের সুতো কিনবার ক্ষমতাও নেই। ভোজালীর আঘাতে পেটের ভেতর থেকে ক্ষুদ্রান্ত বৃহদ্রান্ত সবই বাইরে বেরিয়ে এসেছিল। চিকিৎসকদের মতে ক্ষুদ্রান্তের সাতটি জায়গায় এপার-ওপার ফুটো হয়ে গিয়েছিল। এমতাবস্থায় বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে বিনা খরচে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় সফল অস্ত্রোপচারে প্রাণ ফিরে পেয়েছেন তিনি। তপন থানার অভিরামপুর এলাকায় বাড়ি পেশায় দিনমজুর বান্দু ওরাও’এর। ভাইপো বিষ্ণু ওরাও তিন হাজার টাকা চেয়ে তা না পাওয়ায় গত ১২ এপ্রিল রাতে বাড়িতে ঢুকে মদ্যপ অবস্থায় তার পেতে ভোজালি দিয়ে বেশ কয়েকবার কোপ মেরে পালিয়ে যায়। ঘটনায় পেটের ভেতর থেকে নাড়িভুঁড়ি সব বাইরে বেরিয়ে আসে। গামছা দিয়ে কোনোরকমে বেঁধে রক্তাক্ত ও আশংকাজনক অবস্থায় পরিবারের লোকেরা তাকে সোজা বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে পৌঁছান। ওই রাতেই এক মুহূর্তও দেরি না করে হাসপা...

প্রথম পাতা খেলা গেইলের ঝড় দেখতে গ্যালারিতে ‘রহস্যময়ী’, প্রীতি জিন্টাকে হারিয়ে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন  | ২৮ এপ্রিল, ২০১৮, ০১:০০:০০ গেইল বনাম কেন উইলিয়ামসনদের দ্বৈরথে প্রীতিকেও গ্ল্যামার-যুদ্ধে টেক্কা দিয়ে গেলেন এক সুন্দরী। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গ্যালারিতে হাজির হতে দেখা গেল এঁকে। প্রীতিকেও টেক্কা দিলেন এই সুন্দরী। — বিসিসিআই সুন্দর মুখের জয় সর্বত্র! রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচের চরম উত্তেজনাও প্রশমিত হয় সুন্দরীদের চোখের ভাষায়, আলতো হাসিতে! এখানেই আইপিএল ‘চ্যাম্পিয়ন’! কত পরিমাণ ক্রিকেটের সঙ্গে কত নিক্তি গ্ল্যামার মেশাতে হবে, সেই ফর্মুলাই বের করে বিশ্ব ক্রিকেটে বিপ্লব এনেছেন আইপিএল-এর আয়োজকরা। আইপিএল-এর প্রত্যেক ম্যাচেই গ্যালারিতে হাজির থাকেন কত শত সুন্দরী। কেউ আটকে পড়েন ক্যামেরার রঙিন লেন্সে, কেউ আবার লেন্সের ব্যাসার্ধের বাইরেই থেকে যান! এই বিষয়ে অন্যান্য খবর গ্যালারিতে রহস্যময়ী সুন্দরীর আবির্ভাব আইপিএল-এ। নেট দুনিয়ায় ভাইরাল ছবি সানরাইজার্স বনাম কিংস ইলেভেন পঞ্জাব ম্যাচের কথাই ধরা যাক। এমনিতে কিংসদের ম্যাচ থাকলেই ‘বোনাস’ দর্শকদের কাছে। প্রীতির সলজ্জ হাসি, তারকা ক্রিকেটারদের ‘হাগপ্লোম্যাসি’ টুর্নামেন্টের সহজ-সরল স্বাভাবিক দৃশ্য...

সরকারি চাকরি পেতে ‘সুপারি কিলার’ দিয়ে বাবাকে খুনের চেষ্টা ছেলের

নিজস্ব প্রতিবেদন,  | ২৭ এপ্রিল, ২০১৮, ১৬:১২:১৮ | শেষ আপডেট: ২৭ এপ্রিল, ২০১৮, ১৬:১৫:১৪ ওমপ্রকাশ স্থানীয় একটি রেলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে চাকরি পেতে কোনও সন্তান কী করে নিজের বাবাকেই হত্যা করার চেষ্টা করতে পারে, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন অনেকে। চাকরি পেতে বাবাকে খুনের চেষ্টা ছেলের।  প্রত্যেক বছরেই সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তৈরি হচ্ছিল এক যুবক। কিন্তু কোনও পরীক্ষাতেই সফল হতে পারছিল না সে। শেষে তার নজর গিয়ে পড়ল বাবার উপর। সরকারি চাকরি পেতে নিজের বাবাকেই খুনের চেষ্টা করল সেই যুবক। এই বিষয়ে অন্যান্য খবর কী বেরোল গরুর পেট থেকে! দেখে তাজ্জব চিকিৎসকরা হাসপাতালের ‘জল’ খেয়ে মৃত্যু, তদন্তে নেমে হতবাক পুলিশ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত কীর্তিমান ছেলের নাম পবন মণ্ডল। গত বুধবার  বিহারের  মুঙ্গেরে ওমপ্রকাশ মণ্ডল নামে এক প্রৌঢ়কে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। ঘটনার সিটিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। সেই সূত্র ধরে রবি রঞ্জন নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ...

প্রথম পাতা রাজ্য পঞ্চায়েত একটি মধুর ভাণ্ডার! ‌এত ঝামেলা শুধুমাত্র একটি অঙ্কে, অনুব্রতই আসলে ঠিক

কৈলাস রায় , | ২৭ এপ্রিল, ২০১৮, ১৪:০৮:৪৮ | শেষ আপডেট: ২৭ এপ্রিল, ২০১৮, ১৪:০৯:৫৪ পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও রাজনৈতিক দলই এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি নয়। অঙ্ক কষেই এই হানাহানি। পঞ্চায়েত নির্বাচনে কীসের লড়াই? গ্রাফিক্স:  কৈলাস রায়   340 অনুব্রত মণ্ডলকে কেন এত দোষ দিলাম, ভেবেই মনটা খারাপ লাগছে।  তৃণমূল কংগ্রেসের  বীরভূম জেলা সভাপতির কথাটা এত খারাপও ছিল না, যতটা আমরা ভেবেছিলাম। উনি তো ঠিকই বলেছিলেন, রাস্তায় ‘উন্নয়ন’ই দাঁড়িয়ে থাকবে। ভেবে দেখুন, পুরো  পঞ্চায়েত নির্বাচন টাই আসলে ‘উন্নয়ন’-এর উপর দাঁড়িয়ে রয়েছে। পঞ্চায়েত মানেই তো ‘উন্নয়নের মধুভাণ্ড’। এই সব নবান্ন টবান্ন বা হিল্লি দিল্লি আসলে কিস্‌সু না। উন্নয়নের চাবিকাঠি কিন্তু পঞ্চায়েতের হাতেই। কোন চাবি ধরিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েতের কাছে? টাকা আর ক্ষমতা। প্রধানমন্ত্রীর নামে প্রকল্পের টাকা বা কেন্দ্রীয় অর্থ কমিশনের টাকা হোক বা রাজ্য অর্থ কমিশনের বরাদ্দ টাকা— সবই সরাসরি পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতের কাছে চলে যায়। আর সেই টাকার সঙ্গে যা আসে, তা হল— ক্ষমতা। ‘ এক্কা দোক্কা ’ কলামের অন...

শাসক দলের দলীয় পতাকা পুড়িয়ে দেয়ার অভিযোক উঠলো গঙ্গারামপুরে

গঙ্গারামপুর  :-শাসক দলের দলীয় পতাকা পুড়িয়ে দেয়ার অভিযোক উঠলো গঙ্গারামপুর থানার কেশবপুর এলাকায় ১৪ নাম্বার বুথে ,স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রে কিছু দুস্কৃত্ৰী শাসক দলের দলীয় পতাকাতে অগুন লাগিয়ে দেয় বলে অভিযোক,সকালে জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয় ,মামুন সরকার নামে এক শাসক দলের কর্মী বলেন আমরা এই ঘটনার তিব্র প্রতিবাদ জানাচ্ছি দোষীদের উপযুক্ত শাস্তি চাই।

সব জেলা পরিষদই দখল করতে পারে তৃণমূল, সমীক্ষায় আধিপত্যের আভাস

সব জেলা পরিষদই দখল করতে পারে তৃণমূল, সমীক্ষায় আধিপত্যের আভাস নিজস্ব সংবাদদাতা কলকাতা | ২৬ এপ্রিল, ২০১৮, ০৩:৪৬:০৮ শেষ আপডেট: ২৬ এপ্রিল, ২০১৮, ০৬:৫৫:২২ 5 18   বিভিন্ন মহলে এত দিন যা বলা হচ্ছিল, সম্ভবত সেটাই হতে চলেছে। পঞ্চায়েত নির্বাচনের জনমত সমীক্ষায় তৃণমূলের আধিপত্যের আভাসই স্পষ্ট। সব জেলা পরিষদই দখল করতে পারে তারা। পাশাপাশি, প্রধান বিরোধী দল হিসাবে প্রতিষ্ঠিত হতে পারে বিজেপি। অনেকটা দূরে থাকতে পারে বাম। তারও পিছনে কংগ্রেস। সমীক্ষার মতে, ভোট প্রধানত ভাগ হচ্ছে তৃণমূল এবং বিজেপির মধ্যেই। জেলা পরিষদের মোট ৮২৫টি আসনের উপর এই জনমত সমীক্ষা করেছে এবিপি আনন্দ-সি ভোটার। এই সমীক্ষা অনুযায়ী তৃণমূল জেলা পরিষদে ৫৩৮টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ১৬৭টি। বামেদের হাতে থাকতে পারে ৭৩টি আসন। কংগ্রেস পেতে পারে ৪৩টি। সমীক্ষা করা হয়েছে ১০ থেকে ২৪ এপ্রিলের মধ্যে। সেই সময়ের মধ্যেই ভোট নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। কোর্টের নির্দেশে মনোনয়নের জন্য বেড়েছে আরও এক দিন। তার পরে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তার ভিত্তিতে করা এই সমীক্ষায় তৃণমূলের ভোটপ্রাপ্ত...

সামসিং এর তিন বাসিন্দার মৃত্যু হয়েছিল বিষাক্ত মাশরুম খেয়ে

সামসিং এর তিন বাসিন্দার মৃত্যু হয়েছিল বিষাক্ত মাশরুম খেয়ে সামসিং এর তিন বাসিন্দার মৃত্যু হয়েছিল বিষাক্ত মাশরুম খেয়ে On  April 24, 2018   কালিংপঙ  সামসিং এর তিন বাসিন্দার মৃত্যু হয়েছিল বিষাক্ত মাশরুম খেয়ে। আজ আরও একজনের মৃত্যু হল। মৃতের নাম মনদীপ ভুজেল। সে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক প্রলয় আচার্য বলেন, বিষাক্ত মাশরুম খেয়ে আগে তিন জনের মৃত্যু হয়েছিল সামসিং এর বাসিন্দার। আজ আরও একজন মারা গেলেন। তবে বিষাক্ত মাশরুম খেয়ে মৃত্যু আটকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। একটি মেডিকেল টীম পাঠানো হয়েছে ওই এলাকায়। স্থানীয়দের মাশরুমের ভালো খারাপের উপকারিতা নিয়ে সচেতন করে তোলার কাজ চলছে।

হরিরামপুর ব্লকে ভোট বাক্স ঠিক করতে ব্যস্ত মিস্তিরিরা

হরিরামপুর ব্লকে ভোট বাক্স ঠিক করতে ব্যস্ত মিস্তিরিরা হরিরামপুর ব্লকে ভোট বাক্স ঠিক করতে ব্যস্ত মিস্তিরিরা On  April 25, 2018     দক্ষিণ দিনাজপুর হরিরামপুর  : রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটকে নি চলছে শাসক বিরোধীদের ঠান্ডা লড়াই। এখন নির্বাচন কমিশনের ভোটের দিনক্ষণ নির্ধারণ করার পালা , এরই মাঝে পঞ্চায়েত ভোটের ভোট বাক্স পৌঁছেগেছে ব্লকে ব্লকে। হরিরামপুর ব্লকে ভোট বাক্স ঠিক করতে ব্যস্ত মিস্তিরিরা। ভোট কেন্দ্র ভোট বাক্স যাবার আগে শেষ বারের মতো ভোট বাক্স মেরামত করে নিচ্ছে কারিগরেরা। মূলত বাক্সের তালা ও সমস্ত বাক্স ঠিক করে খুলছে কিনা সেই বিষয় গুলো দেখে নিচ্ছেন। বাক্সের লকে দেওয়া হচ্ছে তেল মোবিল। ভোট জবেই হোক প্রস্তুতি সেরে ফেলছেন ব্লক প্রশাসন।

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা

আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা On  April 25, 2018   আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা(ডিডি)। সোর্স মারফত খবর পেয়ে ডিডির টিম শহরের বিধান রোডের একটি দোকানে হানা দিয়ে সুবীর রায় নামে এক ব্যক্তি কে ধরে। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার টাকা পাওয়া যায়, ফোনের মাধ্যমে ওই ব্যক্তি বেটিং করছিল বলে ডিডির অফিসাররা জানিয়েছন।

বিজেপি বালুরঘাটে জেলা শাসকের অফিসের সামনে অবাধ ও শান্তি পুর্ন ভাবে প্রার্থীদের ফের মনোনয়ন জমা দিতে না পারার দরুন ধর্না ও বিক্ষোভ দেখাতে থাকে।

BALURGHAT নির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়িয়ে দিলে কি হবে আজ ও কিন্তু বিরোধীদের মনোনয়ন জমা না দিতে দেওয়ার চিত্রটি দক্ষিন দিনাজপুর জেলায় পাল্টালো না। আজ ও জেলার কুশমন্ডি বিডিও অফিসে বিজেপী প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়ার পাশাপাশি মারধোর করা হয়েছে বলে অভিযোগ বিজেপি দলের। পাশাপাশি গংগারামপুরে বিজেপি প্রার্থী ও সমর্থকদের মারধোর করে তাদের মনোনয়ন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির ।দুটি ঘটনার অভিযোগের তীর তৃনমুলের বিরুদ্ধে । এর প্রতিবাদে বিজেপি বালুরঘাটে জেলা শাসকের অফিসের সামনে অবাধ ও শান্তি পুর্ন ভাবে প্রার্থীদের ফের মনোনয়ন জমা দিতে না পারার দরুন ধর্না ও বিক্ষোভ দেখাতে থাকে। দুপুর দুইটার সময়।বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকারের অভিযোগ পুলিশ নিরব দর্শকের ভুমিকায় আজও রয়েছে। গংগারামপুর ও কুশমন্ডিতে বিজেপির প্রার্থীদের মনোনয়ন জমা দিতে পারেন নি। ঘটনায় তাদের চারজন প্রার্থী আহত হয়েছেন। এর প্রতিবাদে আজ তারা জেলা শাসকের অফিসের সামনে ধর্নায় বসেছি। যতক্ষন না আমরা সুবিচার পাচ্ছি আমরা আমাদের ধর্না বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে।

গরমের সঙ্গেই শুরু জলের সমস্যা

নিজস্ব সংবাদদাতা ২৫ এপ্রিল, ২০১৮, ০২:৩৮:০৩ শেষ আপডেট: ২৫ এপ্রিল, ২০১৮, ০৩:১১:৪৮   গরম পড়তেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জলকষ্ট।  কোথাও পাইপলাইনের এয়ার ভাল্ভ ফেটে বিপত্তি। কোথাও আবার পাইপলাইনে ফাটল। কিন্তু সেই ফাটল কোথায়, গত চার-পাঁচ দিন ধরে তা চিহ্নিত করতে গিয়ে হিমশিম খাচ্ছে কলকাতা পুরসভা। ফলে পানীয় জলে মিশে যাচ্ছে নোংরা জল। গরমে জলকষ্টের সমস্যা এ শহরে নতুন কিছু নয়। এ বারও তার ব্যতিক্রম হল না। এন্টালির পামারবাজার ও বেলেঘাটার গুড়িপা়ড়া রোড-সহ একাধিক এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। পানীয় জলে নোংরা মিশে যাওয়ারও অভিযোগ উঠেছে। যদিও পুর কর্তৃপক্ষের বক্তব্য, জল সরবরাহে কোনও সমস্যা হয়নি। যেখানে যা সমস্যা হচ্ছে, তা মেরামতিও করে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে। পুরসভা সূত্রের খবর, সোমবার রাতে পামারবাজার ডাকঘরের উল্টো দিকে রাস্তার নীচে থাকা পাইপলাইনের এয়ার ভাল্ভ ফেটে যায়। পুর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, একটি মোবাইল সংস্থার কেব‌্‌ল বসানোর কাজ চলছিল সেখানে। সেই কাজ করতে গিয়েই ওই এয়ার ভাল্ভ ফেটে যায়। তাতেই জল ফোয়ারার মতো বেরিয়ে রাস্তা...