খুব শিগগিরই মুকেশ অম্বানীর সংস্থা বাজারে আনতে চলেছে ল্যাপটপ, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।

রিলায়েন্স জিও-এর সঙ্গে কথোপকথন চলছে মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা কোয়ালকম-এর। ছবি: শাটারস্টক ও ফাইল চিত্র।
রিলায়েন্স জিও টেলিকমের দুনিয়ায় বিপ্লব আনার পরে গেজেটস জগতেও তাদের জোরালো আগমন ধ্বনি শুনিয়ে দিয়েছে জিওফোন লঞ্চ করে। তাদের আগামী পরিকল্পনা ল্যাপটপ মার্কেট দখল করা। খুব শিগগিরই মুকেশ অম্বানীর সংস্থা বাজারে আনতে চলেছে ল্যাপটপ, এমনই গুঞ্জন শোনা যাচ্ছে।
এই বিষয়ে অন্যান্য খবর
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, আপাতত রিলায়েন্স জিও-এর সঙ্গে কথোপকথন চলছে মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা কোয়ালকম-এর। ওই সংস্থার সঙ্গে একটি নতুন ৪জি ফোন প্রস্তুত করার ব্যাপারেও জোর আলোচনা চলছে জিও-এর।
ওই প্রতিবেদনের দাবি, জিও-এর ল্যাপটপে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে উইন্ডোজ ১০। এবং বলাই বাহুল্য, ল্যাপটপে থাকবে রিলায়েন্স জিও-এর ৪জি সংযোগ।
কোয়ালকম সংস্থার তরফে সিনিয়র অধিকর্তা মিগুয়েল নুনেস জানিয়েছেন, ‘‘আমরা জিও-এর সঙ্গে কথা বলেছি। ওরা ডিভাইস আমাদের কাছ থেকে নিয়ে ডেটা ও কনটেন্ট যোগ করে ল্যাপটপটি বাজারে আনবে।’’
ঠিক কবে নাগাদ এই ল্যাপটপ বাজারে আসবে, সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানা যায়নি। তবে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানাচ্ছে ওই প্রতিবেদন। পাশাপাশি বাজারচলতি ল্যাপটপের থেকে কতটা কম দামে এই ল্যাপটপ বাজারে আনা হয়, সে ব্যাপারেও আগ্রহ বাড়ছে।
Comments
Post a Comment