বিজেপি বালুরঘাটে জেলা শাসকের অফিসের সামনে অবাধ ও শান্তি পুর্ন ভাবে প্রার্থীদের ফের মনোনয়ন জমা দিতে না পারার দরুন ধর্না ও বিক্ষোভ দেখাতে থাকে।
BALURGHATনির্বাচন কমিশন মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়িয়ে দিলে কি হবে আজ ও কিন্তু বিরোধীদের মনোনয়ন জমা না দিতে দেওয়ার চিত্রটি দক্ষিন দিনাজপুর জেলায় পাল্টালো না। আজ ও জেলার কুশমন্ডি বিডিও অফিসে বিজেপী প্রার্থীদের ঢুকতে বাধা দেওয়ার পাশাপাশি মারধোর করা হয়েছে বলে অভিযোগ বিজেপি দলের। পাশাপাশি গংগারামপুরে বিজেপি প্রার্থী ও সমর্থকদের মারধোর করে তাদের মনোনয়ন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির ।দুটি ঘটনার অভিযোগের তীর তৃনমুলের বিরুদ্ধে । এর প্রতিবাদে বিজেপি বালুরঘাটে জেলা শাসকের অফিসের সামনে অবাধ ও শান্তি পুর্ন ভাবে প্রার্থীদের ফের মনোনয়ন জমা দিতে না পারার দরুন ধর্না ও বিক্ষোভ দেখাতে থাকে। দুপুর দুইটার সময়।বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকারের অভিযোগ পুলিশ নিরব দর্শকের ভুমিকায় আজও রয়েছে। গংগারামপুর ও কুশমন্ডিতে বিজেপির প্রার্থীদের মনোনয়ন জমা দিতে পারেন নি। ঘটনায় তাদের চারজন প্রার্থী আহত হয়েছেন। এর প্রতিবাদে আজ তারা জেলা শাসকের অফিসের সামনে ধর্নায় বসেছি। যতক্ষন না আমরা সুবিচার পাচ্ছি আমরা আমাদের ধর্না বিক্ষোভ চালিয়ে যাওয়া হবে।
Comments
Post a Comment