আইপিএল-এ জিও দিচ্ছে ‘গোল্ড পাস’, নতুন ঘোষণায় তোলপাড় দেশজুড়ে
ক্রিকেট এবার আরও সহজে। ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখেই জিও-র নতুন সিদ্ধান্ত।

জিও-র ধামাকা এবার আইপিএল-এ। — নিজস্ব চিত্র
আইপিএল-এর একাদশ সংস্করণ দিন দশেক পেরোতে না পেরোতেই সুপার হিট। দীনেশ কার্তিকের মাহি-সুলভ স্টাম্পিং, নীতিশ রানা-সঞ্জু স্যামসনদের মতো উঠতি ক্রিকেটারদের উঠে আসা, পোলার্ড-রাসেলের অতিমানবিক পাওয়ার হিটিং— আইপিএল শুরু হতেই একের পর এক ধুমধাড়াক্কা। ক্রিকেটের মশলা উপভোগ করার জন্যই এবার জিও আনল নতুন প্যাক। যে সমস্ত ক্রিকেটপ্রেমীরা টিভি দেখার সুযোগ পাচ্ছেন না, তাঁদের কথা ভেবেই দেশের অন্যতম বৃহত্তম টেলি সংস্থা গ্রাহকদের জন্য আনল ‘জিও ক্রিকেট গোল্ড পাস’।
এই বিষয়ে অন্যান্য খবর
কী এই জিও গোল্ড পাস?
সংস্থার তরফে জানানো হয়েছে, ২৫১ টাকার এই প্যাক রিচার্জ করলে আইপিএল চলাকালীন ৫১ দিনের জন্য ১০২ জিবি ৪জি ডেটা পাওয়া যাবে। প্রতিদিন ২ জিবি ডেটাও পাওয়া যাবে। তার পর ডেটার স্পিড কমিয়ে দেওয়া হবে।
শুধুমাত্র ডেটার সুবিধার কথা মাথায় রেখেই এই প্ল্যান বাজারে আনা হয়েছে। আনলিমিটেড কল কিংবা ফ্রি-তে মেসেজ-এ উপভোগ করার কোনও সুবিধে থাকছে না।
কীভাবে রিচার্জ করা যাবে?
জিও-র অফিসিয়াল ওয়েবসাইট https://www.jio.com/en-in/4g-plans থেকে কিংবা মাইজিও অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা রিচার্জ করা যাবে।
সেখানে বিভিন্ন ডেটা প্ল্যানের মধ্যে ২৫১ টাকার রিচার্জ অপশন সিলেক্ট করতে হবে।
রিচার্জ করা সম্পন্ন হলে জিও টিভি অ্যাপ ইনস্টল করতে হবে। তার পর লগইন করে পছন্দ মতো খেলা দেখা যাবে।
Comments
Post a Comment