গঙ্গারামপুর :-শাসক দলের দলীয় পতাকা পুড়িয়ে দেয়ার অভিযোক উঠলো গঙ্গারামপুর থানার কেশবপুর এলাকায় ১৪ নাম্বার বুথে ,স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত্রে কিছু দুস্কৃত্ৰী শাসক দলের দলীয় পতাকাতে অগুন লাগিয়ে দেয় বলে অভিযোক,সকালে জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয় ,মামুন সরকার নামে এক শাসক দলের কর্মী বলেন আমরা এই ঘটনার তিব্র প্রতিবাদ জানাচ্ছি দোষীদের উপযুক্ত শাস্তি চাই।
আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা On April 25, 2018 আই পি এল বেটিংয়ে শিলিগুড়িতে এক জনকে গ্রেপ্তার করল পুলিসের গোয়েন্দা শাখা(ডিডি)। সোর্স মারফত খবর পেয়ে ডিডির টিম শহরের বিধান রোডের একটি দোকানে হানা দিয়ে সুবীর রায় নামে এক ব্যক্তি কে ধরে। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার টাকা পাওয়া যায়, ফোনের মাধ্যমে ওই ব্যক্তি বেটিং করছিল বলে ডিডির অফিসাররা জানিয়েছন।
Comments
Post a Comment